দেখুন/লুকান:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
وَ الْعَصْرِ ۙ﴿۱﴾
উচ্চারণ:
ওয়াল ‘আসর।
ওয়াল ‘আসর।
আল বায়ান:
সময়ের কসম,
সময়ের কসম,
তাইসিরুল কুরআন:
কালের শপথ
কালের শপথ
Sahih International:
By time,
By time,
اِنَّ الْاِنْسَانَ لَفِیْ خُسْرٍ ۙ﴿۲﴾
উচ্চারণ:
ইন্নাল ইনছা-না লাফী খুছর।
ইন্নাল ইনছা-না লাফী খুছর।
আল বায়ান:
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত।
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত।
তাইসিরুল কুরআন:
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে,
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে,
Sahih International:
Indeed, mankind is in loss,
Indeed, mankind is in loss,
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ تَوَاصَوْا بِالْحَقِّ ۬ۙ وَ تَوَاصَوْا بِالصَّبْرِ ﴿۳﴾
উচ্চারণ:
ইল্লাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
ইল্লাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।
আল বায়ান:
তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।
তাইসিরুল কুরআন:
কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়।
কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়।
Sahih International:
Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.
Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.