আল কুরআন


দেখুন/লুকান:


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


اِنَّاۤ اَعْطَیْنٰکَ الْکَوْثَرَ ؕ﴿۱﴾
উচ্চারণ:
ইন্নাআ‘তাইনা-কাল কাওছার।
আল বায়ান:
নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।
তাইসিরুল কুরআন:
আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি।
Sahih International:
Indeed, We have granted you, [O Muhammad], al-Kawthar.



فَصَلِّ لِرَبِّکَ وَ انْحَرْ ؕ﴿۲﴾
উচ্চারণ:
ফাসালিল লিরাব্বিকা ওয়ানহার।
আল বায়ান:
অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর*।
তাইসিরুল কুরআন:
কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর,
Sahih International:
So pray to your Lord and sacrifice [to Him alone].



اِنَّ شَانِئَکَ هُوَ الْاَبْتَرُ ﴿۳﴾
উচ্চারণ:
ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।
আল বায়ান:
নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ।
তাইসিরুল কুরআন:
(তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল।
Sahih International:
Indeed, your enemy is the one cut off.






সতর্কবার্তা
কুরআনের কোনো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।