দেখুন/লুকান:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
اَرَءَیْتَ الَّذِیْ یُکَذِّبُ بِالدِّیْنِ ؕ﴿۱﴾
উচ্চারণ:
আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।
আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।
আল বায়ান:
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
তাইসিরুল কুরআন:
তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
Sahih International:
Have you seen the one who denies the Recompense?
Have you seen the one who denies the Recompense?
فَذٰلِکَ الَّذِیْ یَدُعُّ الْیَتِیْمَ ۙ﴿۲﴾
উচ্চারণ:
ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম।
ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম।
আল বায়ান:
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়,
তাইসিরুল কুরআন:
সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
Sahih International:
For that is the one who drives away the orphan
For that is the one who drives away the orphan
وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْکِیْنِ ؕ﴿۳﴾
উচ্চারণ:
ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন।
ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন।
আল বায়ান:
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
তাইসিরুল কুরআন:
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
Sahih International:
And does not encourage the feeding of the poor.
And does not encourage the feeding of the poor.
فَوَیْلٌ لِّلْمُصَلِّیْنَ ۙ﴿۴﴾
উচ্চারণ:
ফাওয়াইঁলুলিলল মুসাল্লীন।
ফাওয়াইঁলুলিলল মুসাল্লীন।
আল বায়ান:
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
তাইসিরুল কুরআন:
অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
Sahih International:
So woe to those who pray
So woe to those who pray
الَّذِیْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَ ۙ﴿۵﴾
উচ্চারণ:
আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি ছা-হূন।
আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি ছা-হূন।
আল বায়ান:
যারা নিজদের সালাতে অমনোযোগী,
যারা নিজদের সালাতে অমনোযোগী,
তাইসিরুল কুরআন:
যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
Sahih International:
[But] who are heedless of their prayer -
[But] who are heedless of their prayer -
الَّذِیْنَ هُمْ یُرَآءُوْنَ ۙ﴿۶﴾
উচ্চারণ:
আল্লাযীনা হুম ইউরাঊনা।
আল্লাযীনা হুম ইউরাঊনা।
আল বায়ান:
যারা লোক দেখানোর জন্য তা করে,
যারা লোক দেখানোর জন্য তা করে,
তাইসিরুল কুরআন:
যারা লোক দেখানোর জন্য তা করে,
যারা লোক দেখানোর জন্য তা করে,
Sahih International:
Those who make show [of their deeds]
Those who make show [of their deeds]
وَ یَمْنَعُوْنَ الْمَاعُوْنَ ﴿۷﴾
উচ্চারণ:
ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।
ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।
আল বায়ান:
এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে।
এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে।
তাইসিরুল কুরআন:
এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।
এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।
Sahih International:
And withhold [simple] assistance.
And withhold [simple] assistance.