দেখুন/লুকান:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
لِاِیْلٰفِ قُرَیْشٍ ۙ﴿۱﴾
উচ্চারণ:
লিঈলা-ফি কুরাইশ।
লিঈলা-ফি কুরাইশ।
আল বায়ান:
যেহেতু কুরাইশ অভ্যস্ত,
যেহেতু কুরাইশ অভ্যস্ত,
তাইসিরুল কুরআন:
কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে,
কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে,
Sahih International:
For the accustomed security of the Quraysh -
For the accustomed security of the Quraysh -
اٖلٰفِهِمْ رِحْلَۃَ الشِّتَآءِ وَ الصَّیْفِ ۚ﴿۲﴾
উচ্চারণ:
ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।
ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।
আল বায়ান:
শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়।
শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়।
তাইসিরুল কুরআন:
(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)
(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)
Sahih International:
Their accustomed security [in] the caravan of winter and summer -
Their accustomed security [in] the caravan of winter and summer -
فَلْیَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَیْتِ ۙ﴿۳﴾
উচ্চারণ:
ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত।
ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত।
আল বায়ান:
অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে,
অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে,
তাইসিরুল কুরআন:
তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,
তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,
Sahih International:
Let them worship the Lord of this House,
Let them worship the Lord of this House,
الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۬ۙ وَّ اٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ ﴿۴﴾
উচ্চারণ:
আল্লাযীআতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।
আল্লাযীআতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।
আল বায়ান:
যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
তাইসিরুল কুরআন:
যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।
যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।
Sahih International:
Who has fed them, [saving them] from hunger and made them safe, [saving them] from fear.
Who has fed them, [saving them] from hunger and made them safe, [saving them] from fear.