আল কুরআন


দেখুন/লুকান:


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَۃِ الْقَدْرِ ۚ﴿ۖ۱﴾
উচ্চারণ:
ইন্নাআনযালনা-হু ফী লাইলাতিল কাদর।
আল বায়ান:
নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’
তাইসিরুল কুরআন:
আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি,
Sahih International:
Indeed, We sent the Qur'an down during the Night of Decree.



وَ مَاۤ اَدْرٰىکَ مَا لَیْلَۃُ الْقَدْرِ ؕ﴿۲﴾
উচ্চারণ:
ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।
আল বায়ান:
তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী?
তাইসিরুল কুরআন:
তুমি কি জান ক্বাদরের রাত কী?
Sahih International:
And what can make you know what is the Night of Decree?



لَیْلَۃُ الْقَدْرِ ۬ۙ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ ؕ﴿ؔ۳﴾
উচ্চারণ:
লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।
আল বায়ান:
‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
তাইসিরুল কুরআন:
ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম,
Sahih International:
The Night of Decree is better than a thousand months.



تَنَزَّلُ الْمَلٰٓئِکَۃُ وَ الرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْ ۚ مِنْ کُلِّ اَمْرٍ ۙ﴿ۛ۴﴾
উচ্চারণ:
তানাযযালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
আল বায়ান:
সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে।
তাইসিরুল কুরআন:
এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব-এর অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়।
Sahih International:
The angels and the Spirit descend therein by permission of their Lord for every matter.



سَلٰمٌ ۟ۛ هِیَ حَتّٰی مَطْلَعِ الْفَجْرِ ﴿۵﴾
উচ্চারণ:
ছালা-মুন ( ϣ ϊ)হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।
আল বায়ান:
শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।
তাইসিরুল কুরআন:
(এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত।
Sahih International:
Peace it is until the emergence of dawn.






সতর্কবার্তা
কুরআনের কোনো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।