দেখুন/লুকান:
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ ۙ﴿۱﴾
উচ্চারণ:
কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,
কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,
আল বায়ান:
বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,
বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,
তাইসিরুল কুরআন:
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,
Sahih International:
Say, "I seek refuge in the Lord of mankind,
Say, "I seek refuge in the Lord of mankind,
مَلِکِ النَّاسِ ۙ﴿۲﴾
উচ্চারণ:
মালিকিন্না-ছ,
মালিকিন্না-ছ,
আল বায়ান:
মানুষের অধিপতি,
মানুষের অধিপতি,
তাইসিরুল কুরআন:
মানুষের অধিপতির,
মানুষের অধিপতির,
Sahih International:
The Sovereign of mankind.
The Sovereign of mankind.
اِلٰهِ النَّاسِ ۙ﴿۳﴾
উচ্চারণ:
ইলা-হিন্না-ছ।
ইলা-হিন্না-ছ।
আল বায়ান:
মানুষের ইলাহ-এর কাছে,
মানুষের ইলাহ-এর কাছে,
তাইসিরুল কুরআন:
মানুষের প্রকৃত ইলাহর,
মানুষের প্রকৃত ইলাহর,
Sahih International:
The God of mankind,
The God of mankind,
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۬ۙ الْخَنَّاسِ ۪ۙ﴿۴﴾
উচ্চারণ:
মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
আল বায়ান:
কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে।
কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে।
তাইসিরুল কুরআন:
যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,
যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,
Sahih International:
From the evil of the retreating whisperer -
From the evil of the retreating whisperer -
الَّذِیْ یُوَسْوِسُ فِیْ صُدُوْرِ النَّاسِ ۙ﴿۵﴾
উচ্চারণ:
আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।
আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।
আল বায়ান:
যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়।
যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়।
তাইসিরুল কুরআন:
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
Sahih International:
Who whispers [evil] into the breasts of mankind -
Who whispers [evil] into the breasts of mankind -
مِنَ الْجِنَّۃِ وَ النَّاسِ ﴿۶﴾
উচ্চারণ:
মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
আল বায়ান:
জিন ও মানুষ থেকে।
জিন ও মানুষ থেকে।
তাইসিরুল কুরআন:
(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।
(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।
Sahih International:
From among the jinn and mankind."
From among the jinn and mankind."