আল কুরআন


দেখুন/লুকান:


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ﴿۱﴾
উচ্চারণ:
কুল হুওয়াল্লা-হু আহাদ।
আল বায়ান:
বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
তাইসিরুল কুরআন:
বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়,
Sahih International:
Say, "He is Allah, [who is] One,



اَللّٰهُ الصَّمَدُ ۚ﴿۲﴾
উচ্চারণ:
আল্লা-হুসসামাদ।
আল বায়ান:
আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
তাইসিরুল কুরআন:
আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী,
Sahih International:
Allah, the Eternal Refuge.



لَمْ یَلِدْ ۬ۙ وَ لَمْ یُوْلَدْ ۙ﴿۳﴾
উচ্চারণ:
লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।
আল বায়ান:
তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।
তাইসিরুল কুরআন:
তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি।
Sahih International:
He neither begets nor is born,



وَ لَمْ یَکُنْ لَّهٗ کُفُوًا اَحَدٌ ﴿۴﴾
উচ্চারণ:
ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।
আল বায়ান:
আর তাঁর কোন সমকক্ষও নেই।
তাইসিরুল কুরআন:
তাঁর সমকক্ষ কেউ নয়।
Sahih International:
Nor is there to Him any equivalent."






সতর্কবার্তা
কুরআনের কোনো অনুবাদ ১০০% নির্ভুল হতে পারে না এবং এটি কুরআন পাঠের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় না। আমরা এখানে বাংলা ভাষায় অনূদিত প্রায় ৮ জন অনুবাদকের অনুবাদ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমরা তাদের নির্ভুলতার গ্যারান্টি দিতে পারি না।